কুমিল্লায় করোনা কেড়ে নিল ৯ জনের প্রাণ
কুমিল্লায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৫২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৫২২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৭৮ জন, আদর্শ সদরের ৩০, সদর দক্ষিণের ১৭, বুড়িচংয়ের ৪২, ব্রাহ্মণপাড়ার ১৩ জন রয়েছেন।
বিজ্ঞাপন
এছাড়া চান্দিনার ২৬ জন, চৌদ্দগ্রামের ২১, দেবিদ্বারের ১৬, দাউদকান্দির ১৩, লাকসামের ২২, লালমাইয়ের ১০, নাঙ্গলকোটের ২৮, বরুড়ার ৩৫, মনোহরগঞ্জের ১৩, মুরাদনগরের ৪২, মেঘনার ২, তিতাসের ১ ও হোমনার ১৩ জন রয়েছেন।
এক দিনে জেলায় করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। নগরীর ৪ জন, দাউদকান্দি, চৌদ্দগ্রাম, লালমাই, নাঙ্গলকোট, দেবিদ্বার উপজেলায় একজন করে মারা গেছেন। তাদের বয়স ৩৮ থেকে ৯১ বছরের মধ্যে।
বিজ্ঞাপন
কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, এখন পর্যন্ত কুমিল্লায় ১৯ হাজার ৪৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৫৭১ জন।
এমএসআর