টাঙ্গাই‌লে আবারও ক‌রোনায় মৃত্যুর সংখ্যা বে‌ড়ে‌ছে। জেলায় গেল ২৪ ঘণ্টায় নতুন ক‌রে করোনায় আটজন ও উপসর্গ নি‌য়ে তিনজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। 

জানা গে‌ছে, বৃহস্প‌তিবার টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লের করোনা ইউ‌নি‌টের নি‌বিড় প‌রিচর্যাকেন্দ্রে (আই‌সিইউ‌) আগুন লাগার ঘটনা ঘ‌টে। এ‌ সময় আই‌সিইউ‌তে ভ‌র্তি থাকা ক‌রোনার রোগী‌দের সেখান থে‌কে বের ক‌রে নিয়ে যান স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই ক‌রোনা রোগী‌দের হাসপাতাল চত্ত্বরসহ খোলা আকা‌শের নি‌চে চি‌কিৎসা দেওয়া হয়। এ সময় অ‌নেক‌কেই প্রাথ‌মিকভা‌বে অ‌ক্সি‌জেন সরবরাহ করা যায়‌নি। ফলে আই‌সিইউ‌ থে‌কে বের ক‌রে আনা অ‌নেক রোগীর শারী‌রিক অবস্থার অবন‌তি হয়। 

জেলা স্বাস্থ্য বিভাগ সূ‌ত্রে জানা গে‌ছে, জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জ‌নের নমুনা পরীক্ষা করে ১৮৭ জ‌নের শরী‌রে ক‌রোনাভাইরাস শনাক্ত হ‌য়ে‌ছে। এ ছাড়া এ সম‌য়ে ক‌রোনা আক্রান্ত হ‌য়ে আটজনের এবং উপস‌র্গ নি‌য়ে আ‌রও তিনজ‌নেরমৃত্যু হ‌য়ে‌ছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ি‌য়ে‌ছে ১৮৪ জ‌নে। জেলায় ক‌রোনা শনাক্ত হ‌য়েছে ১১ হাজার ৩৭৩ জনের। এর ম‌ধ্যে সুস্থ হ‌য়ে‌ছেন ৫ হাজার ৯৭৯ জন। 

শুক্রবার (১৬ জুলাই) সকা‌লে জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, ক‌রোনায় জেলায় মৃত্যুর সংখ্যা বে‌ড়ে‌ছে। গত ২৪ ঘণ্টায় ক‌রোনা আক্রান্ত হ‌য়ে‌ টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে আটজন এবং উপসর্গ নি‌য়ে আ‌রও তিনজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। ত‌বে ক‌রোনায় আক্রা‌ন্তের হার ক‌মে‌ছে। 

তি‌নি আ‌রও ব‌লেন, বৃহস্প‌তিবার হঠাৎ ক‌রে টাঙ্গা‌ইল জেনা‌রেল হাসপাতা‌লের ক‌রোনা ইউ‌নি‌টের আই‌সিইউ ওয়া‌র্ডে আগুন লাগায় সেখানকার রোগী‌দের হাসপাতা‌লের অন্যত্র চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। এ‌দের ম‌ধ্যে একজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে।

অভিজিৎ ঘোষ/এসপি