বগুড়া সারিয়াকান্দিতে সিএনজিচালিত অটোরিকশা এবং অটোভ্যানের মধ্যে সংঘর্ষে একই গ্রামের ২ জন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে পৌর এলাকার উত্তর হিন্দুকান্দি শহিদুলের বাড়ির সামনে ঘটনাটি ঘটে।

নিহত দুজন চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার (১৬ জুলাই) ভোরে মারা যায়। 
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার ওই এলাকায় রাস্তা অবরোধ করেছেন। সিএনজিচালিত অটোরিকশার চালক পলাতক রয়েছে।

নিহতরা হলেন উত্তর হিন্দুকান্দি গ্রামের ইউনুস আলী প্রামাণিকের ছেলে অটোভ্যানচালক সিয়াম মিয়া (১৫) ও  অটোভ্যানে থাকা যাত্রী ওয়ারেছ মিয়া (১৯)। আহত আল আমিন (২২) একই গ্রামের খাতের আকন্দের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মুদি দোকানি আনিছুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উত্তর হিন্দুকান্দি শহিদুলের বাড়ির সামনে বিকট আওয়াজে আমি দৌড়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে দেখি একটি ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে পড়ে আছে।

তিনি আরও বলেন, ৩ জন মারাত্মক আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নেওয়ার পথেই আরোহী মারা যায়।  চিকিৎসাধীন অবস্থায় চালককে রাত ১টা ৩০ মিনিটে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

ঘাতক সিএনজিচালিত অটোরিকশাকে দ্রুত খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বিক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার অর্ধদিবস রাস্তা অবরোধ করেছেন। ভোর থেকে তারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সারিয়াকান্দি-সোনাতলা রাস্তা বন্ধ করে দেন। রাস্তা বন্ধ করার কারণে যাত্রীরা বিকল্প পথে যাতায়াত করেন।

সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক মাহবুব হাসান জানান, রাস্তা অবরোধের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে আমরা পুনরায় রাস্তায় যান চলাচল স্বাভাবিক করেছি।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেছেন, ঘাতক অটোরিকশাকে খুঁজে বের করতে আমাদের পুলিশের একাধিক সদস্য কাজ করছেন। তাকে খুঁজে বের করে সঠিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাখাওয়াত হোসেন জনি/এমএসআর