শরীয়তপুর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। এ সময়ে জেলায় ২ জনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয়েছে ১০৯ জনের। এর আগে বৃহস্পতিবার (১৫ জুলাই) শরীয়তপুরে ৯৫ জন আক্রান্ত হলেও মৃত্যু হয়নি একজনেরও।

শুক্রবার (১৬ জুলাই) জেলা স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জেলা স্বাস্থ্য বিভাগ সূ‌ত্রে জানা গে‌ছে, জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৬২ নমুনা পরীক্ষা করে ৩৪৪ জনের রিপোর্ট আসে। এতে ১০৯ জনের করোনা পজেটিভ আসে।

এছাড়া এ সম‌য়ে ক‌রোনায় দুজন মারা গেছেন। এতে শরীয়তপুর সদরে ২৯ জন, জাজিরায় ১৪, নড়িয়ায় ১২ জন, ভেদরগঞ্জে ২০ জন, ডামুড্যায় ১২ জন, গোসাইরহাটে ২২ জন রয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে সদরে ১ জন ও ভেদরগঞ্জে ১ জন মারা গেছেন। 

সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ ঢাকা পোস্টকে বলেন, জেলায় ২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এখন আক্রান্তের সংখ্যা ১০৯ জন। জেলায় করোনা পজিটিভ নিয়ে হোম কোয়ারেন্টাইন ও করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৭২০ জন।

 সৈয়দ মেহেদী হাসান/এমএসআর