নওগাঁয় ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে কমেছে মৃত্যু। পাশাপাশি কমেছে শনাক্তের হার। জেলায় গত ২৪ ঘণ্টায় ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে ১ জ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে। এ সময় আক্রান্ত হ‌য়ে‌ছেন ২৪ জন। শনাক্ত ১৪ দশমিক ৬ শতাংশ। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১২ জনে।

শনিবার (১৭ জুলাই) দুপুরে জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ব্যক্তি হলেন নওগাঁ সাপাহার উপজেলার নূরুল ইসলাম (৮৫)।

নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ জানান, গেল ২৪ ঘণ্টায় ১৬৪টি নমুনার বিপরীতে জেলায় নতুন করে ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা শনাক্ত বিবেচনায় ১৪ দশমিক ৬ শতাংশ। তাদের মধ্যে নওগাঁ সদর উপজেলার ৯ জন, রানীনগর উপজেলার ১ জন, আত্রাই উপজেলার ২ জন, বদলগাছি উপজেলার ১ জন, ধামুরহাটের ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন ২৪ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৫ হাজার ৫১৩ জন।

তিনি আরও জানান, আরটিপিসিআর থেকে ২৯ জন নমুনার বিপরীতে ৩ জন এবং র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১৩৫ নমুনার বিপরীতে ২১ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় নতুন করে ৩৯ জন করোনামুক্ত হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৪৪ জন বলে জানান এই কর্মকর্তা।

শামীনূর রহমান/এনএ