ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এখন স্বাভাবিক
টাঙ্গাইল মহাসড়কে দিনভর ব্যাপক যানজট আর ধীরগতিতে পরিবহন চলাচল করলেও সন্ধ্যার আগেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিক গতিতে চলাচল করছে সব ধরনের যানবাহন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ট্রাফিক সার্জেন্ট মুশফিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ভোররাত থেকেই মহাসড়কে ব্যাপক পরিবহনের চাপ ছিল। এতে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে পুলিশকে বেগ পেতে হয়েছে।
তবে বিকেলের পর সন্ধ্যার আগেই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। কোনো ঝামেলা ছাড়াই পরিবহনগুলো বঙ্গবন্ধু সেতু পার হতে পারছে।
বিজ্ঞাপন
অভিজিৎ ঘোষ/এমএএস
বিজ্ঞাপন