পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. মজাহারুল হক প্রধান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (১৭ জুলাই) দুপুরে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, সংসদ সদস্য মজাহারুল হক প্রধান শনিবার সকালে সর্দি ও মাথা ব্যথা অনুভব করলে জেলা স্বাস্থ্য বিভাগ তার বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে র‌্যাপিড এন্টিজেন টেস্ট করে। এতে তার করোনা পজেটিভ শনাক্ত হয়। 

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, সংসদ সদস্য মজাহারুল হক প্রধান সুস্থ আছেন। তার শরীরে সর্দির উপসর্গ রয়েছে। তবে আশঙ্কার কিছু নেই। আমরা তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দিচ্ছি। গত কয়েকদিন ধরে সংসদ সদস্য মজাহারুল হক প্রধান তার নির্বাচনী এলাকায় ত্রাণ বিতরণ করছেন। তাকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পঞ্চগড়ের ৫ উপজেলায় মোট ৮৫৭ জন করোনা আক্রান্ত রোগী হোম আইসোলেশনে রয়েছেন। করোনা ইউনিটে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন। জেলার এ পর্যন্ত মোট ৩৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। 

রনি মিয়াজী/আরএআর