নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৭ জনে। এ সময় আরও ১৮৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৩৩ শতাংশ। জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৮৯৪ জন।

সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টায় ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। তিনি জানান, নোয়াখালীর ল্যাবে ৬৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ৬৯ জন, সুবর্ণচরে ২ জন, বেগমগঞ্জে ২৩ জন, চাটখিলে ৩ জন, সোনাইমুড়ীতে ১১ জন, সেনবাগে ২৫ জন, কোম্পানীগঞ্জে ৩৩ জন এবং কবিরহাটে ২০ জন রয়েছেন।

এ নিয়ে নোয়াখালীতে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮৯৪ জনের। যার মধ্যে সদরে ৫ হাজার ৬৬ জন এবং বিভিন্ন উপজেলার ৮ হাজার ৮২৮ জন রয়েছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১৬৭ জনের। যার মধ্যে সদরের ৩১ জন আর বিভিন্ন উপজেলার ১৩৬ জন রয়েছেন।

হাসিব আল আমিন/এসপি