মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ১২ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি সীমান্ত জেলা মৌলভীবাজারে করোনার সংক্রমণে রয়েছে ঊর্ধ্বগতি।

মৌলভীবাজার সদর উপজেলার খালিশপুর গ্রামের হেনা বেগম (৭০) রাত পৌনে ১২টায়, কমলগঞ্জের পাত্রখোলা চা-বাগানের শ্রমিক পবন কুড়াইয়া (৬৫) ভোর সাড়ে ৪টায় ও আদমপুর এলাকার হারুন মিয়া (৪২) সকাল ১০টায় মারা যান।

তিনজনের মৃত্যু নিশ্চিত করেছেন হাসপাতালের আরএমও ডা. ফয়ছল জামান। সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, ২৪ ঘণ্টায় ২৫৮ নমুনা পরীক্ষায় পাঠালে ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৪১ দশমিক ৫ শতাংশ।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় ৪ হাজার ৪০৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সুস্থ হয়েছেন ৩ হাজার ৬২ জন। করোনা ইউনিটে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭২ জন।

সরকারি হিসাবে করোনায় জেলায় মৃত্যুবরণ করেন ৪৪ জন। তবে করোনায় মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে জেলার বাইরে চিকিৎসা নিতে গিয়ে করোনায় মোট মারা গেছেন ৭২ জন।

ওমর ফারুক নাঈম/এমএসআর