নিহত শুহিনূর রহমান

হবিগঞ্জের বানিয়াচংয়ে ঈদের নামাজ পড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুহিনূর রহমান (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। শুহিনূর রহমান উপজেলার মোক্রমপুর ইউনিয়নের নয়াপাতারিয়া গ্রামের সবুজ মিয়ার ছেলে। 

মোক্রমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারমান মো. আহাদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, সকালে নয়াপাতারিয়া গ্রামের একটি বাড়ির ছাদে ঈদের নামাজ পড়ার ব‌্যবস্থা করা হয়। সেখানে অসাবধানতাবশত শুহিনূর বিদুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়ানতদন্তের জন‌্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

মোহাম্মদ নুর উদ্দিন/আরএআর