গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ৬ হাসপাতালে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে ৬ জন এবং করোনায় ৮ জন মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে আরও ১৪৯ জনের। শনাক্তের হার ৫২ দশমিক ৬৫ শতাংশ। 

বৃহস্পতিবার (২২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতারের করোনা ইউনিটে  ছয়জন উপসর্গ নিয়ে এবং দুইজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া ভোলা সদর হাসপাতালে একজন, পিরোজপুর সদর হাসপাতালে একজন কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং বরগুনা সদর হাসপাতালে দুইজন করোনা রোগী মারা গেছেন। এদের মধ্যে ৭ জনের বয়স ৫০ থেকে ৮৮ হলেও বরগুনায় ২৬ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। 

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ১৮ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ২৬৬ জন চিকিৎসাধীন রোগী আছেন। এর মধ্যে ১০০ জনের করোনা পজিটিভ। ১৬৬ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। 

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ৯৭ জন। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৪৪ জনের। মৃত্যু হয়েছে একজনের। মোট মারা গেছেন ১৪৬ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ২০৩ জন।

পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে দুইজনের। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৩৪ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। করোনায় মারা গেছেন মোট ৬৯ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫১৭ জন।

ভোলা জেলায় নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৭৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। মোট মারা গেছেন ৩০ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ১৬০ জন।

পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৪৬ জন। গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট ৫৯ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৬১ জন।

বরগুনায় নতুন করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৮৩ জন। ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মোট মারা গেছেন ৫৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬৮ জন।

ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় কারও করোনা শনাক্ত, মৃত্যু বা সুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি। ফলে এখন পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫২৮ জন। মারা গেছেন ৫০ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৯ জন।

সৈয়দ মেহেদী হাসান/আরএআর