দেশব্যাপী ১৪ দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিন শুক্রবার (২৩ জুলাই) ফরিদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৩৯ জনকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে,  ফরিদপুর সদর উপজেলায় সাতজনকে এক হাজার ৯০০ টাকা, নগরকান্দায় ১২ জনকে পাঁচ হাজার ১০০ টাকা, সদরপুরে ৯ জনকে তিন হাজার ৪০০ টাকা এবং ভাঙ্গা উপজেলায় ১১ জনকে তিন হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া আলফাডাঙ্গা থেকে চারটি ব্যাটারিচালিত ইজিবাইক আটক করা হয়। অপরদিকে মাস্ক ছাড়া চলাচল করায় ফরিদপুর কোতোয়ালি পুলিশ পাঁচজন ও চরভদ্রাসন থানা পুলিশ পাঁচজনকে আটক করে। 

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম জানান, কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করতে ফরিদপুর জেলায় ১৬টি চেকপোস্ট বসানো হয়েছে। বিধিনিষেধ ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে ২৯টি ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। এ কাছে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা সাহায্য করছেন।

আরএআর