গল্প করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মৃত্যু
নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে মকবুল হোসেন (২৩) ও আব্দুস সাত্তার (৬৪) নামে দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
রোববার (২৫ জুলাই) দুপুরে উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুড়া ভিটাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার উপজেলার ওই গ্রামের মৃত কিতাব আলীর ছেলে এবং ভাগিনা মকবুল হোসেন একই গ্রামের মো. ছায়েদ আলীর ছেলে।
বিজ্ঞাপন
গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঢাকা পোস্টকে জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহত দু’জন সর্ম্পকে আপন মামা-ভাগ্নে এবং একই এলাকায় তাদের বাড়ি। ভাগ্নে মকবুল হোসেন আজ দুপুরের দিকে মামা আব্দুস সাত্তারের সঙ্গে দেখা করতে যান। এক পর্যায়ে তারা বাড়ির উঠানে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় তাদের পাশে থাকা একটি বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হয়ে দু’জনই অসুস্থ হয়ে পড়েন।
এ অবস্থায় বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে আহম্মদপুর রাহেলা ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন। মামা-ভাগ্নের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানান ওসি।
বিজ্ঞাপন
তাপস কুমার/এমএএস