চাঁদপুর জেলা জজসহ চার বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ১৫৮ জনের করোনা পজিটিভ নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে চাঁদপুরের জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসাইন, সহকারী জজ ফাতেমা তুজ জোহরা ও চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ হোসেন চৌধুরীর করোনা পজিটিভ ধরা পড়েছে।

এসব তথ্য ঢাকা পোস্টকে নিশ্চিত করেন চাঁদপুর সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ।

তিনি জানান, তাদের মধ্যে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ হোসেন চৌধুরীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। তার ফুসফুস ৬০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়ে অক্সিজেন লেভেল কমে গেছে।

পরপর দুবার করোনা পজিটিভ শনাক্ত হন জেলা ও দায়রা জজ। তিনিসহ অন্য দুই বিচারক বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।

চাঁদপুর সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, শনিবার (২৪ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (২৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়। এ নিয়ে চাঁদপুর জেলায় বসবাসকারী মোট ৩৪৭ জনের করোনায় মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁদপুরে ১৫৪ জন এবং বাকিরা আক্রান্ত হওয়ার পর ঢাকা ও কুমিল্লায় নেওয়ার পর মৃত্যুবরণ করেন।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৫৫ জন, মতলব দক্ষিণে ৭ জন, হাজীগঞ্জে ১৩ জন, ফরিদগঞ্জে ২১ জন, শাহরাস্তিতে ২৮ জন, কচুয়ায় ১১ জন, হাইমচরে ১৮ জন ও মতলব উত্তরে ৫ জন। প্রতিবেদনে সবার করোনা পজিটিভ আসে।

শরীফুল ইসলাম/এনএ