গাজীপুরে করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ২৫৭
ফাইল ছবি
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। ৩৯৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ২৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩২৩ জন। মোট আক্রান্ত ১৬ হাজার ৯৯৭ জন।
সোমবার (২৬ জুলাই) সন্ধ্যায় গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
সিভিল সার্জন জানান, গাজীপুরে ২৪ ঘণ্টায় ৬৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩৯৭টি নমুনা পরীক্ষায় নতুন করে ২৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরের ১৩১ জন, কালীগঞ্জের ২৭ জন, শ্রীপুরের ৩৯ জন, কাপাসিয়ার ২৮ জন এবং কালিয়াকৈরের ৩২ জন রয়েছেন।
তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় ১ লাখ ১ হাজার ৪৪৪ জনের নমুনা পরীক্ষায় ১৬ হাজার ৯৯৭ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুর সদরের ১০ হাজার ৫২৯ জন, কালীগঞ্জের ১ হাজার ২২৪ জন, কালিয়াকৈরের ১ হাজার ৮০৮ জন, কাপাসিয়ার ১ হাজার ২১২ জন ও শ্রীপুরের ২ হাজার ১৮৪ জন আক্রান্ত হয়েছেন।
বিজ্ঞাপন
ডা. মো. খাইরুজ্জামান জানান, করোনায় নতুন সাতজনসহ এ পর্যন্ত জেলায় ৩২৩ জন মৃত্যুবরণ করেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৪৪০ জন।
শিহাব খান/আরএআর