নোয়াখালীর করোনা হাসপাতালে রোগীর মৃত্যু, স্বজনদের হামলার অভিযোগ
নোয়াখালীর ১২০ শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে অক্সিজেন লেভেল কমে রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বজনরা হাসপাতালে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওই রোগীর নাম সাজেদা আক্তার (৪২)। তিনি নোয়াখালী জেলার সুধারাম থানার কৃষ্ণরামপুর গ্রামের মো. সুজনের স্ত্রী। তিনি ১৮ দিন আগে করোনা শনাক্ত হওয়ায় হাসপাতালে ভর্তি হন।
বিজ্ঞাপন
ঘটনাস্থল থেকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি ঢাকা পোস্টকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে সাজেদা আক্তারের অক্সিজেন লেভেল কমে তিনি মারা যান। এতে রোগীর সঙ্গে থাকা স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুর চালায়। এ সময় জানালার গ্লাস ভেঙে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মৃত ব্যক্তির লাশ স্বজনরা বাড়ি নিয়ে গেছেন।
রোগীর স্বজনদের অভিযোগ, রোগীর অবস্থা সংকটাপন্ন হলে তারা চিকিৎসকের সহায়তা চান। কিন্তু তারা তাৎক্ষণিক কোনো সহায়তা দিতে পারেননি। কিছুক্ষণ পর রোগী মারা যায়।
বিজ্ঞাপন
হাসপাতালের সমন্বয়ক ডা. নিরুপম দাস ঢাকা পোস্টকে বলেন, আমরা ইচ্ছে করে কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেই না। স্বল্প জনবল নিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। অক্সিজেন লেভেল কমে যাওয়ায় রোগীর মৃত্যু হয়। এরপরই স্বজনরা ক্ষিপ্ত হয়ে উঠেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে স্বজনদের বাকবিতণ্ডা হয়। আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।
হাসিব আল আমিন/এসপি