ভারী বর্ষণে বান্দরবানের লামা-আলীকদম উপজেলার বিভিন্ন সড়ক ডুবে গেছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই দুই উপজেলার লোকজন।

জানা গেছে, সোমবার (২৬ জুলাই) রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়। এতে লামা-আলীকদম উপজেলার লাইনঝিরি, শিলেরতুয়া, সিবাতলী, দরদরাঝিরিসহ বেশ কয়েকটি পয়েন্টে সড়ক পানিতে তলিয়ে যায়। সড়কে পানি উঠায় সকাল থেকে সাধারণ জনগণকে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। স্বাস্থ্যকর্মী, জরুরি সংবাদপত্রের গাড়িসহ মোটরসাইকেল আরোহীরা নৌকায় চলাচল করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাত থেকে ভারী বৃষ্টির কারণে বান্দরবানের লামা-আলীকদম উপজেলার প্রধান সড়কের বিভিন্ন স্থানে পানি উঠেছে। আর এ পানিতে সড়কের পাশের বিভিন্ন নিম্নাঞ্চল ডুবে গেছে। সকাল থেকে প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে।

বান্দরবানের লামা উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল জানান, টানা বৃষ্টিতে লামা-আলীকদম সড়কসহ লামা উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে আরও বেশি ক্ষয়ক্ষতি হবে।

রিজভী রাহাত/এসপি