চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৭৩ জনে। সুস্থ হয়েছেন ১১৮ জন। জেলায় মোট সুস্থ হলেন ৩ হাজার ৮৩০ জন। এদিন নতুন করে ৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯০৯ জন। নতুন শনাক্তকৃত ৫৪ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ২০ জন, আলমডাঙ্গায় ১৪ জন, দামুড়হুদায় ৫ জন এবং জীবননগর উপজেলার ১৫ জন রয়েছে।

বুধবার (২৮ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান ঢাকা পোস্টকে বলেন, ২৪ ঘণ্টায় পাচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনই সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ নতুন ২১২ জনের নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট ল্যাবে পাঠায়। এ নিয়ে মোট নমুনা পাঠানো হয়েছে ২১ হাজার ৬৮২ জনের। এদিন ২১৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এ নিয়ে মোট ফলাফল পাওয়া গেছে ২১ হাজার ৫৪০ জনের।

বর্তমানে চুয়াডাঙ্গায় শনাক্তকৃত সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৯০৬ জন। এর মধ্যে হাসপাতালে আছেন ১০২ জন এবং নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৮০৪ জন। চুয়াডাঙ্গায় মারা গেছেন ১৫৬ জন এবং জেলার বাইরে ১৭ জন।

আফজালুল হক/এনএ