নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১১ জেলেকে জীবিত এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের চরবগুলা এলাকার মেঘনা নদী থেকে এক জেলের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।  

নিহত শ্যামল চন্দ্র জলদাস (৩০) উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্লুকিয়া চরবগুলা মার্কেট এলাকার মতিলাল চন্দ্র জলদাসের ছেলে।

এর আগে দুপুর একটার দিকে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের কাজীর ঘাট সংলগ্ন মেঘনা নদীতে ১২ জন মাঝিমাল্লাসহ প্রবল স্রোতের কবলে পড়ে মাছ ধরার ট্রলারটি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট এম তাহসিন রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হাতিয়া থেকে দুপুরের দিকে মাছ শিকারের জন্য ১২ জন মাঝিমাল্লাসহ মেঘনা নদীতে যায় একটি মাছ ধরার ট্রলার। এ সময় ট্রলারটি মেঘনা নদীর কাজীর ঘাটের অদূরে পৌঁছালে বৈরী আবহাওয়া ও প্রবল স্রোতের কবলে পড়ে। ১২ জন মাঝিমাল্লাসহ ট্রলারটি উল্টে ডুবে যায়। 

তিনি আরও বলেন, দুর্ঘটনার শিকার ট্রলারে থাকা ১১ জেলেকে পার্শ্ববর্তী মাছ ধরার কয়েকটি ট্রলার জীবিত উদ্ধার করে। এ সময় শ্যামল চন্দ্র নামে এক জেলে নিখোঁজ থাকে। হাতিয়া কোস্টগার্ড সন্ধ্যা ৬টার দিকে খবর পেয়ে আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে ওই জেলের মরদেহ উদ্ধার করে।

হাসিব আল আমিন/এসপি