টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় করোনায় ২ জন ও উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ে ১২৫ জন শনাক্ত হয়েছেন। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা ২৩ দশমিক ৫৮ শতাংশ।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, এক দিনে করোনা ও উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০৯ জন।

তিনি আরও জানান, নতুন করে ৫৩০ নমুনা পরীক্ষায় ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৬৯ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৪৪ জন।

তিনি জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ স্বাস্থ্যকমপ্লেক্সগুলোতে করোনা শনাক্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১০৮ জন। এছাড়াও জেলায় বাড়িতে ও আইসোলেশন থেকে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৮০৮ জন।

টাঙ্গাইল জেনালের হাসপাতালে ৫৬ জন, কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, মধুপুরে ১৫ জন, ঘাটাইলে ৫ জন, নাগরপুরে ২ জন, সখীপুরে ১০ জন এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১৮ জন চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

অভিজিৎ ঘোষ/এমএসআর