সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন আরও ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার (৩১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। 

মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ এবং বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪১ জন ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতরা হলেন- যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের রিয়াজুল ইসলাম (৭০), সাতক্ষীরা শহরের বাঁকাল এলাকার আসাদুল ইসলাম (৩৫), সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ইন্দ্রিরা গ্রামের মনোরজ্ঞন চৌধুরী (৭৫), পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের শেখ আব্দুল ওদুদ (৮৫), আশাশুনি উপজেলার বড়দল গ্রামের খায়রুল মোল্লা (৬০) ও কালীগঞ্জ উপজেলার রতনপুর এলাকার আকরাম হোসেন (৬২)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১০ জন করোনা পজিটিভ, বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন থাকা ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ জন। নতুন করে ভর্তি হয়েছেন ২৪ জন।

আকরামুল ইসলাম/এসপি