করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজারে তিন দিনে সাতজনের মৃত্যু হয়েছে। তারা মৌলভীবাজার হাসপাতাল ও সিলেটের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার (১ আগস্ট) মৌলভীবাজার জেলায় কোভিড-১৯ পরিস্থিতির বিষয়ে দৈনিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী মৃত্যুর সংখ্যা ৬০ জন।

তবে বেসরকারি হিসাবে এই সংখ্যা শতাধিক। কমলগঞ্জ উপজেলায় রোববার ভোরে করোনা আক্রান্ত হয়ে আব্দুল হাকিম (৭০) মৃত্যুবরণ করেছেন।

গত দুই দিনে মৃত্যুবরণ করেছেন আরও ছয়জন। তারা হলেন, পৌর এলাকায় পশ্চিম ধরকাপন এলাকার সৈয়দ সুয়েবুল হোসাইন ও দর্জির মহল (খলাপাড়া) এলাকার সৈয়দ হেলাল আহমেদ, শ্রীমঙ্গলের মির্জাপুর এলাকার একই পরিবারের ছোট ভাই বেনু ভট্টাচার্য্য (৬২) ও বড় বোন শীলা ভট্টাচার্য (৭৫), রাজনগর উপজেলার সাকেরা চা বাগান এলাকার মিনতি দেব ও কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের দক্ষিণভাগ এলাকার জয়নাল মিয়া (৪৩)।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৮৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ১৮ শতাংশ। নতুন শনাক্তের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ২৭ জন, জুড়ীর ৪ জন, শ্রীমঙ্গলের ২ জন, কমলগঞ্জের ২২ জন, বড়লেখার ৩৫ জন, কুলাউড়ার ৪৬ জন, রাজনগরের ৪ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৫৫৯ জন।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘণ্টায় ৩৩৮টি নমুনা পরীক্ষায় পাঠালে ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৩৬.১৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় ৫ হাজার ৫৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮১২ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭৬ জন।

সরকারী হিসাবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৫৯ জন। তবে বেসরকাররি হিসাবে জেলার বাইরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৯ জন।

ওমর ফারুক নাঈম/এনএ