এখন থেকে করোনা রোগীদের প্যাথলজিক্যাল টেস্ট রামেকেই
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের প্যাথলজিক্যাল পরীক্ষার জন্য আর বাইরের রোগ নির্ণয় কেন্দ্রে দৌড়াতে হবে না।
রোগীদের দুর্ভোগ কমাতে এখন থেকে আলাদা বিশেষায়িত প্যাথলজিক্যাল ল্যাবে হবে তাদের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা। এছাড়া আউটডোর, ইনডোর, ওয়ান স্টপ সার্ভিস এবং কার্ডিয়াক প্যাথলজি নামেও চারটি পৃথক প্যাথলজি সেবা চালু হচ্ছে রামেক হাসপাতালে।
বিজ্ঞাপন
রোববার (১ আগস্ট) দুপুরের দিকে নিজ দফতরের সভা কক্ষে প্রেস ব্রিফিং এ তথ্য জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি বলেন, আজ থেকেই করোনা রোগীদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই করা হবে।’
তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তি অন্যান্য রোগীদেরও সব প্যাথলজিক্যাল টেস্ট হবে হাসপাতালের প্যাথলজি বিভাগেই। এজন্য হাসপাতালে সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।
বিজ্ঞাপন
রোগীদের ভিআইপি উল্লেখ করে পরিচালক বলেন, রোগীদের যাতে ছুটোছুটি করতে না হয়, সেজন্য হাসপাতালের ওয়ার্ডগুলোতে স্থাপন করা হবে কালেকশন পয়েন্ট। যেখান থেকে রোগী বা স্বজনরা সব তথ্য সংগ্রহ করতে পারবেন।
আবার যদি কোনো গুরুতর রোগী বেড থেকে ওঠে টেস্ট করতে না পারেন, সেক্ষেত্রেও তাদের বেড থেকেই নমুনা সংগ্রহ করে টেস্ট করার ব্যবস্থা করা হবে।
পরিচালক আরও বলেন, এ নিয়ে আজ সকালে রামেকের প্রতিটি বিভাগের চিকিৎসকদের সঙ্গে আলোচনা হয়েছে। শিগগিরই আমরা রামেক হাসপাতালে উন্নতসেবা প্রদান করব।
রাজশাহী বিভাগে করোনা চিকিৎসায় চালু থাকা ডেডিকেটেড হাসপাতালগুলোর মধ্যে সবেচেয়ে বড় রামেক হাসপাতাল। রোববার সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৪১৮ জন।
এর আগে শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহীর ৬ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ৩ জন, পাবনার ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং কুষ্টিয়ার একজন করে মারা গেছেন।
ফেরদৌস সিদ্দিকী/এমএসআর