অবশেষে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে পৌঁছেছে লিকুইড অক্সিজেন। সোমবার (০২ আগস্ট) রাতে চট্টগ্রাম থেকে সদর হাসপাতালের অক্সিজেন প্লান্টের ট্যাংকে (সাড়ে ৮ হাজার ধারণক্ষমতা) সাড়ে ৩ হাজার মিলিলিটারের লিকুইড অক্সিজেন লোড করেন স্প্রেকট্রা কোম্পানীর কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিব-উল-করিম, চাঁদপুরের সিভিল সার্জন ডাক্তার মো. সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পার্সন ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল।

স্প্রেকট্রা কোম্পানির কর্মীরা জানান, হাসপাতালে স্থাপনকৃত ট্যাংকে লিকুইড অক্সিজেন লোড করতে প্রায় দুই ঘণ্টার মতো সময় লেগেছে। পরীক্ষামূলকভাবে রাতে অথবা সকাল থেকে সদর হাসপাতালের রোগীদের অক্সিজেন সেবা দেওয়া শুরু হবে। এটি পুরোদমে চালু হলে চাঁদপুর সদর হাসপাতালে গত কয়েক দিন ধরে চলা অক্সিজেনের হাহাকার আর থাকবে না।

চাঁদপুর সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, লিকুইড লোড করলেই অক্সিজেন দেওয়া সম্ভব হবে না। অক্সিজেন মিটারসহ ভেতরে আরও কিছু আনুষঙ্গিক কাজ রয়েছে। মিটার এলে এবং লাইন ক্লিয়ারসহ সব কিছু ঠিকঠাক থাকলে রোগীরা লিকুইড অক্সিজেন পাবে।

এ বিষয়ে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, কোম্পানির লোকজন ট্যাংকে লিকুইড অক্সিজেন ভর্তি করেছেন। এখন তারা পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষণ করবেন। আর এই পর্যবেক্ষণের মাঝেও কিছু কিছু রোগী অক্সিজেন সেবা পেতে পারেন। 

শরীফুল ইসলাম/এসপি