সুন্দরবনসংলগ্ন লোকালয় থেকে ১০ কেজি হরিণের মাংসসহ আল-আমিন হোসেন (২১) নামের এক চোরা শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

সোমবার (০২ আগস্ট) গভীর রাতে সুন্দরবনসংলগ্ন কয়রা উপজেলার ঘরিলাল এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে আটক করে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।

জব্দ হওয়া হরিণের মাংসসহ আটক আল-আমিন হোসেনকে বন বিভাগের কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়। আটক আল-আমিন হোসেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সরা লক্ষ্মীখোলা গ্রামের মুসাঢালীর ছেলে।

কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই এলাকায় হরিণের মাংস বিক্রির জন্য একজন শিকারি অবস্থান করছেন।

তিনি আরও বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে আল-আমিনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯ কেজি ৯০০ গ্রাম হরিণের মাংস উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত।

তানজীম আহমেদ/এমএসআর