অনুমোদনহীন ওষুধ তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধসামগ্রী রাখার দায়ে বগুড়ায় নোভা ফার্মাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এম রাশেদুল ইসলাম।

এসময় বগুড়া পৌর স্যানিটারি কর্মকর্তা শাহ আলী ও এপিবিএন সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

মঙ্গলবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এম রাশেদুল ইসলাম জানান, জেলার শাজাহানপুর উপজেলার রানীরহাটে দীর্ঘদিন ধরে নোভা ফার্মা মেয়াদউত্তীর্ণ গবাদি পশু ও ওষুধ তৈরির সঙ্গে বেশ কিছু অনুমোদনহীন ওষুধ প্রস্তুত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

অভিযানে নোভা ফার্মাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৪ এবং ৫১ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নোভা ফার্মার মালিককে আইন মেনে কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

সাখাওয়াত হোসেন জনি/এমএএস