টাঙ্গাই‌লে হঠাৎ ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে মৃত্যুর সংখ্যা বে‌ড়ে‌ছে। ২৪ ঘণ্টায় ক‌রোনায় ৫ ও উপসর্গ নি‌য়ে ২ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। এই সম‌য়ে নতুন ক‌রে ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে‌ছেন ২১০ জন।

জেলা সি‌ভিল সার্জন কার্যালয় সূ‌ত্রে জানা গে‌ছে, জেলায় আবারও ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে গেল ২৪ ঘণ্টায় চি‌কিৎসাধীন অবস্থায় ৫ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। এছাড়া এই রো‌গের উপসর্গ নি‌য়ে আ‌রও ২ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে।

এ‌ নি‌য়ে ক‌রোনাভাইরা‌সে জেলায় মৃ‌তের সংখ্যা দাঁড়ি‌য়ে‌ছে ২২৪ জ‌নে। এছাড়া নতুন ক‌রে ৮১৮ নমুনা পরীক্ষায় ২১০ জ‌নের শরী‌রে ক‌রোনাভাইরাস শনাক্ত হ‌য়ে‌ছে।

এ‌তে জেলায় শনা‌ক্তের হার দাঁড়ি‌য়ে‌ছে ২৫ দশমিক ৬৭ শতাং‌শে। এ‌তে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ি‌য়ে ১৪ হাজার ৭১৪ জনে। এদের মধ্যে ক‌রোনা থে‌কে সুস্থ হয়েছেন ৮ হাজার ২৯৯ জন।

সি‌ভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন জানান, ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে মারা যাওয়া ব্যক্তিরা টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতাল চি‌কিৎসাধীন ছি‌লেন। এ‌দের ম‌ধ্যে ৪ জন হাসপাতা‌লের নি‌বিড় প‌রিচর্যা কে‌ন্দ্রে (আই‌সিইউ) ওয়া‌র্ডে ভ‌র্তি ছি‌লেন। এ‌তে জেলায় ক‌রোনা ও উপসর্গ নি‌য়ে ৭ জ‌নের মৃত্যু হ‌য়।

অভিজিৎ ঘোষ/এমএসআর