নোয়াখালীতে ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ৫৯০ নমুনা পরীক্ষায় করে ১৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, ২৪ ঘণ্টায় জেলায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৯ জনে।

এর মধ্যে সদর উপজেলায় মারা যান ৩৬ জন, সুবর্ণচরে ৬ জন, হাতিয়ায় ২ জন, বেগমগঞ্জে ৬৩ জন, সোনাইমুড়ীতে ১৬ জন, চাটখিলে ২৪ জন, সেনবাগে ২৫ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটে রয়েছেন ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ১৭ শতাংশ।

তিনি আরও বলেন, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬২ জন, সুবর্ণচরে ৮ জন, হাতিয়ায় ৩ জন, বেগমগঞ্জে ৩১ জন, সোনাইমুড়ীতে ৩ জন, চাটখিলে ২ জন, সেনবাগে ৩ জন, কোম্পানীগঞ্জে ৪৭ জন, কবিরহাটে ১৪ জন রয়েছেন।

আরও জানা যায়, এছাড়া সুস্থ হয়েছেন ১১ হাজার ১৬০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৫ দশমিক ৭৩ শতাংশ। এদিকে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৭৭ জনে।

মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৫০ শতাংশ। আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ হাজার ৬১৮ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৮৭ জন।

হাসিব আল আমিন/এমএসআর