সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ১২টা থেকে শুক্রবার (৬ আগস্ট) ১২টা পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এই সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪২ জন। এছাড়া নতুন ভর্তি হয়েছেন ৩০ জন। এ নিয়ে জেলায় করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৬৭ জনে ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন।

মৃতরা হলেন কালিগঞ্জ উপজেলা সদরের মীর মোরশেদ আলীর ছেলে রওনাকুল ইসলাম (৬৫) ও তালা উপজেলার গঙ্গারামপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে শেখ আব্দুল খালেক (৫৫)।

করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৬৫ জন। এদের মধ্যে ১৫ জনের শরীরে করোনা পজিটিভ।

তিনি আরও জানান, ১৫০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। উপসর্গ নিয়ে চিকিৎসাধীন থাকা দুইজন মারা গেছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪২ জন। ভর্তি হয়েছেন ৩০ জন।

আকরামুল ইসলাম/এমএসআর