সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩৯ নমুনা পরীক্ষা করে নতুন ৭০২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৮২ শতাংশ।  এ সময়ে করোনায় মারা গেছেন আরও ১৭ জন।

সোমবার (০৯ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় সিলেটে ৪২৯ জন, সুনামগঞ্জে ৮৬, হবিগঞ্জে ৮১ এবং মৌলভীবাজারে ১০৬ জন শনাক্ত হয়েছেন। সব মিলে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৮৬৪ জন।

এর মধ্যে সিলেট জেলায় ২৪ হাজার ৬৮০ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৩০৭ জন, হবিগঞ্জে ৫ হাজার ৫২২ জন এবং মৌলভীবাজারে ৬ হাজার ৫৪৯ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ১৭ মৃত্যু হয়েছে। তার মধ্যে ১৩ জন সিলেটে, সুনামগঞ্জে একজন ও একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৬০২ জন, সুনামগঞ্জের ৫৯ জন, হবিগঞ্জের ৩৯ জন এবং মৌলভীবাজারের ৬৪ জন রয়েছেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৪১ জন।

তুহিন আহমদ/এসপি