টিকাপ্রার্থীদের অপেক্ষা

তিন দিনে সিলেট সিটি করপোরেশেনের (সিসিক) ২৭টি ওয়ার্ডের ৮১টি কেন্দ্রে ৬৬ হাজারেরও বেশি মানুষ টিকা নিয়েছেন। এ সময়ে ৬০ হাজার মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হলেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মানুষ টিকার আওতায় এসেছেন।   

সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, গণটিকা ক্যাম্পেইনের শেষ দিন ছিল আজ। শেষ দিন নিয়েছেন ১৯ হাজার ৩৯৯ জন। 

তিনি আরও বলেন, প্রথম দিন অর্থাৎ ৭ আগস্ট টিকা নিয়েছেন ২২ হাজার ৭৫৩ জন। দ্বিতীয় দিন অর্থাৎ ৮ আগস্ট দিন টিকা নেন ২৪ হাজার ২৯৪ জন। সব মিলে তিন দিনে টিকা নিয়েছেন ৬৬ হাজার ৪৪৬ জন।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ৮১টি কেন্দ্রে ৬০ হাজার টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হলেও লক্ষ্যমাত্রার চেয়ে ৬ হাজারের বেশি মানুষ টিকা নিয়েছেন। নিয়মিত টিকাদান কেন্দ্রের মাধ্যমে এ পর্যন্ত টিকা নিয়েছেন এক লাখ ৮ হাজার ৫২৫ জন। সব মিলে সিলেটে প্রথম ডোজ টিকা গ্রহীতার সংখ্যা এখন ১ লাখ ৭৪ হাজার ৯৭১ জন। আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৪৯ হাজার ৭৩০ জন।

এর আগে সকালে নগরের বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। তখন তিনি নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে টিকা নেওয়ার আহ্বান জানান।

মেয়র বলেন, আগামী ১৪ আগস্ট থেকে নগরে গণটিকা কার্যক্রম শুরু হবে। সবাইকে টিকার আওতায় নিয়ে আসার আগ পর্যন্ত গণটিকা কর্মসূচি অব্যাহত থাকবে। 

সিসিক সূত্র জানায়, নগরের ২৭ ওয়ার্ডের ৮১টি কেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা তিন দিন এই টিকাদান কার্যক্রম চলে। প্রথম দিন প্রতিটি কেন্দ্রে তিনশ জনকে টিকা দেওয়া হয়। বাকি দুদিন প্রতিটি কেন্দ্রে দুইশ জনকে টিকা দেওয়া হয়। টিকাদানে ১৬২ জন কর্মী কাজ করেন।

তুহিন আহমদ/আরএইচ