ভোলায় করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এই পরিস্থিতিতে মুমূর্ষু রোগীদের জন্য ‘ফ্রি অক্সিজেন সেবা’ নিয়ে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সংযোগ’। নির্দিষ্ট হটলাইন নম্বরে ফোন করলেই রোগীর বাড়িতে পৌঁছে দেওয়া হবে অক্সিজেন সিলিন্ডার।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সংযোগে’র উদ্যোগে ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, সহকারী কমিশনার (এনডিসি) জাহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সংযোগের জেলা সমন্বয়কারী আদিল তপু, সহ-সমন্বয়কারী সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ নোমান, মিম, সিয়াম প্রমুখ।

জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, দ্বীপ জেলা ভোলায় করোনার পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। এই মহামারির সময় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংযোগ’ অক্সিজেন সেবার যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রসংশনীয়।

জেলা সমন্বয়কারী আদিল তপু বলেন, ভোলায় দিন দিন করোনায় মৃত্যু ও আক্রন্ত রোগীর সংখ্যা বাড়ার কারণে অক্সিজেনের চাহিদাও বাড়ছে। সেই চাহিদা পূরণে পাশে থাকবে সংগঠন ‘সংযোগ’।

করোনায় আক্রান্ত রোগীর প্রয়োজনে হটলাইন নাম্বারে যেকোনো সময় ফোন দিলেই সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে। জেলায় সংযোগ এর এই কর্মসূচি বাস্তবায়নে ১০ জনের এক‌টি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক টিম কাজ কর‌বেন বলে তিনি জানান।

এমএসআর