প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদের বাবা আর নেই
ফরহাদ রহমান মাক্কী
সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মাক্কী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী শাহ আলী ফরহাদের বাবা। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমটির সদস্য ছিলেন। এলাকাবাসীর কাছে মাক্কী নামেই বেশি পরিচিত ছিলেন তিনি।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদ তার বাবার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
সাবেক আমলা মাক্কী গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে করোনাভাইরাস থেকে মুক্তি মিললেও শারীরিক নানা জটিলতা দেখা দেয়। এরপর থেকে তিনি নানা রোগে ভুগছিলেন।
সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন মাক্কী।
বিজ্ঞাপন
আজিজুল সঞ্চয়/এমএএস