কুমিল্লায় ২৪ ঘণ্টায় আক্রান্তের তুলনায় সুস্থতার হার বাড়ছে। তবে মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে। কুমিল্লাজুড়ে আইসিইউ সংকট তীব্র আকার ধারণ করেছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ২০ শয্যার বিপরীতে অপেক্ষার তালিকায় ৮০ থেকে ৯০ জন রয়েছেন।

এক দিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০৯ জন। সুস্থ হয়েছেন ৪৩০ জন ও মারা গেছেন ১১ জন। সোমবার (১০ আগস্ট) বিকেল ৫টায় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা পজিটিভ রিপোর্টের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৫৪ জন, আদর্শ সদরের ৫, সদর দক্ষিণের ১১, বুড়িচংয়ের ১০, ব্রাহ্মণপাড়ার ১৫ জন রয়েছেন।

এছাড়া চান্দিনার ৮ জন, চৌদ্দগ্রামের ২৯, দেবিদ্বারের ২২, দাউদকান্দির ৪, লাকসামের ৭, লালমাইয়ের ১০, নাঙ্গলকোটের ৩৩,  বরুড়ার ৩৭, মনোহরগঞ্জের ১৮, মুরাদনগরের ৫, মেঘনার ১৮, তিতাসে ৯ ও হোমনায় ১৪ জন রয়েছেন।  

মৃত ১১ জনের মধ্যে সিটিতে ২ জন, দেবিদ্বারে ২ জন, নাঙ্গলকোটে ২ জন, সদর, বুড়িচং, দাউদকান্দি, মনোহরগঞ্জ, মেঘনায় ১ জন করে মারা গেছেন। এদের মধ্যে ৫ জন পুরুষ, ৬ জন নারী রয়েছেন।

কুমিল্লায় সর্বমোট ৩৫ হাজার ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। যার ফলে জেলাজুড়ে মারা গেছেন ৮২৯ জন। সুস্থ হয়েছেন ১৯ হাজার ২৬৫ জন।

সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লার করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে দুই তিন সপ্তাহ লাগতে পারে। যেহেতু লকডাউন খুলে দেওয়া হচ্ছে সবাইকে স্বাস্থবিধি মেনে চলতে হবে।

এমএসআর