কক্সবাজারে ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রিকশাচালককে মারধর করার  ঘটনায় শুকুর আলী (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (০৯ আগস্ট) বিকেলে তাকে আটক করা হয়েছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। 

আটক শুকুর আলী শহরের মোহাজেরপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, লকডাউনের মধ্যে অভিযুক্ত শুকুর আলী কক্সবাজার শহর থেকে চেইন্দা  এলাকায় যাওয়ার জন্য  আব্দুস শুক্কুরের রিকশা ভাড়া করেন। শুকুর আলীর গন্তব্য স্থান শহর থেকে দূরে হওয়ায় ভাড়া ২০০ টাকা দিতে বলেন রিকশাচালক  আব্দুস শুক্কুর। এতে শুকুর আলী ক্ষুব্ধ হয়ে চালককে মারধর করেন এবং দেখে নেবেন বলে হুমকি দেন। ওই ঘটনার একমাস পর গত রোববার (০৮ আগস্ট) রিকশাওয়ালাকে একা পেয়ে পূর্বের ঘটনা নিয়ে আবারও মারধর ও রাস্তায় টানা হেঁচড়া করেন শুকুর আলী। পরে মারধরের এই ভিডিও ভাইরাল হলে শুকুর আলীকে পুলিশ আটক করে। 

ভুক্তভোগী রিকশাচালক আব্দুস শুক্কুর অভিযোগ করে বলেন, লকডাউনে গাড়ি চলাচল বন্ধ। তাই রিকশা নিয়ে শহরের বাইরে চেইন্দা যেতে ২০০ টাকা ভাড়া চেয়েছি। পরে যখন তিনি গালিগালাজ করছেন তখন যা খুশি তা দিতে বলেছি। এরপরও তিনি শান্ত না হয়ে  আমার সঙ্গে প্রভাব দেখান। তিনি এলাকার প্রভাবশালী। আমি ২০০ টাকা চেয়ে অন্যায় করেছি বলে আমাকে মারধর করেন। আমি চলে আসি। একমাস পর আমাকে একা পেয়ে আগের ঘটনাটির জন্য আবারও মারধর করেন এবং রাস্তায় টেনে হিঁচড়ে আহত করেন।

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, রিকশাচালককে মারধরের ভিডিওটি আমার নজরে আসে। কেউ এভাবে একজন মানুষকে নির্যাতন করবে, তা কখনো মেনে নেওয়ার মতো নয়। বিষয়টি দেখে পুলিশ পাঠিয়ে অপরাধীকে আটক করি। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুহিববুল্লাহ মুহিব/আরএআর