ব্রাহ্মণবাড়িয়ায় করোনা শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু। গত ১০ দিনে জেলায় ৩৮ জন মারা গেছেন। করোনা শনাক্তের পর থেকে জেলায় মোট ১৩৯ জন মারা গেছেন। জেলা সিভিল সার্জনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, গত ১ থেকে ১০ আগস্ট জেলায় ৩৮ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে ১ আগস্ট পাঁচজন, ২ আগস্ট চারজন, ৩ আগস্ট ছয়জন, ৪ আগস্ট তিনজন, ৭ আগস্ট চারজন, ৮ আগস্ট ছয়জন, ৯ আগস্ট আটজন এবং ১০ আগস্ট দুজনের মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, করোনার প্রকোপ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৫ হাজার ২৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৮২২ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৪১৭ জন।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান, সংক্রমণ ও মৃত্যুর হার কমানোর জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা ইতোমধ্যে টিকা নিয়েছেন, তাদেরও স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকতে হবে। আর যারা এখনো টিকা নেননি, তাদের টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

আজিজুল সঞ্চয়/এসপি