পদ্মায় স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে নৌ পারাপারে ভোগান্তি বেড়েছে। অন্যদিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচল সীমিত করায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহনের সংখ্যা। এতে যানবাহনের চালক ও তাদের সহকারীদের ভোগান্তি বাড়ছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পাটুরিয়া ঘাট এলাকায় সাড়ে তিন শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক, ৫০ থেকে ৬০টি দূরপাল্লার বাস, ২০ থেকে ৩০টি ছোট গাড়ি নৌপথ পারাপারে অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান।

পাটুরিয়া ঘাটে অপেক্ষমাণ ট্রাকচালকরা বলেন, ঘাট এলাকায় এসে দীর্ঘ সময় অপেক্ষা করা খুবই কষ্টের বিষয়। দীর্ঘদিন পরে কাজে বের হয়েই ভোগান্তির কবলে পড়তে হচ্ছে। ঘাট এলাকায় বাসের তেমন চাপ নেই, তবু আমরা পারাপারে চরম ভোগান্তিতে পড়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ফেরি মাস্টার বলেন, নদীতে কিছুটা স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে নৌপথে প্রতিটি ফেরির ট্রিপে সময়ও বেশি লাগছে। এ ছাড়া আমাদের ফেরিগুলো অনেক পুরোনো হওয়ায় ইঞ্জিনের সক্ষমতাও অনেক কমে গেছে। স্রোতের বিপরীতে অনেক সতর্কভাবে এসব ফেরিগুলো অপারেট করতে হয়।

উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গতকালও এ নৌপথে যানবাহনের চাপ ছিল। আজ সকাল থেকেই পাটুরিয়ায় সাধারণ পণ্যবাহী ট্রাকের বেশ চাপ বয়েছে। তবে পরিবহন বাসের সংখ্যা কম। আমরা তাদের ভোগান্তি লাঘবে চেষ্টা করে যাচ্ছি।

সোহেল হোসেন/এনএ