সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ২০ জন অসচ্ছল ও অসহায় লোকশিল্পীকে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে ২০ লোকশিল্পীর প্রত্যেকের হাতে ২ হাজার ৫০০ করে মোট ৫০ হাজার টাকা সহায়তা তুলে দেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম।

এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সংগীতশিল্পী সমরেন্দ্র বিশ্বশর্মা, ঝংকার শিল্পীগোষ্ঠীর সভাপতি গীতিকার ফজলুর রহমান উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি পালা নাট্যকার রাখাল বিশ্বাস, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জীবন, সংগীতশিল্পী প্রদীপ পন্ডিত, সংগীতশিল্পী ও শিক্ষক সুসেন সাহা রায়।

জিয়াউর রহমান/এমএসআর