শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে ফেরিতে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করার পর শরীয়তপুর-চাঁদপুর ঘাটে ট্রাকের চাপ বেড়েছে বলে জানিয়েছেন হরিণা ঘাটের ম্যানেজার আব্দুল মমিন। এতে ঘাটে দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, হরিণা ফেরিঘাটে বর্তমানে ছয়টি ফেরি চলছে। এতে প্রতিদিন ৪৩০-৪৫০টি যানবাহন পারাপার হচ্ছে। বাড়তি চাপ থাকায় এ রুটে নতুন ফেরি যোগ হতে পারে বলে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, বিশ্বরোডের খায়ের পট্টি থেকে ফেরিঘাট পর্যন্ত দুই কিলোমিটার অংশে গাড়ির দীর্ঘ সারি রয়েছে। যাত্রীবাহী বাসের পাশাপাশি পণ্যবাহী ট্রাকের পরিমাণ বেড়েছে ঘাটে। গাড়ির চাপ নিয়ন্ত্রণে কাজ করছে ট্রাফিক পুলিশ। 

ঘাটে অপেক্ষারত ট্রাকচালক হানিফ, আনিসসহ কয়েকজন বলেন, আমরা নিয়মিত বাংলাবাজার ঘাট দিয়ে পারাপার হয়ে থাকি। কিন্তু কয়েকদিন ধরে পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনায় ওই রুটে চলাচল বন্ধ করা হয়েছে। গতকাল বিকেলে এসেছি। এখনো নদী পার হতে পারিনি। সিরিয়ালে এখনো ১০০-১৫০ গাড়ি রয়েছে। কখন পার হবো বুজতেছি না।

বিআইডব্লিউটিসির ম্যানেজার আব্দুল মমিন মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, বাংলাবাজার ফেরিঘাটে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় ঘাটে কিছুটা চাপ বেড়েছে। এখনো ৩০০ গাড়ি আটকে আছে। তবে ফেরি নিয়মিত চলাচল করছে। আমরা দ্রুত চেষ্টা করছি, যান চলাচল স্বাভাবিক করতে। 

সৈয়দ মেহেদী হাসান/এসপি