নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে আসা ৮ রোহিঙ্গাকে ভাসানচরে হস্তান্তর করেছে চরজব্বার থানা পুলিশ। শনিবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় ভাসানচরের উদ্দেশে নৌকাটি ছেড়ে যায়। এর আগে শুক্রবার (১৩ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তারমিয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোহাম্মদপুর ইউনিয়নের আক্তারমিয়ারহাট বাজারে একটি অটোরিকশায় নারী-শিশুসহ আটজন একসঙ্গে ওঠেন। এতে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। জেরার এক পর্যায়ে যাত্রীরা স্বীকার করেন যে তারা রোহিঙ্গা এবং ভাসানচর থেকে পালিয়ে এসেছেন। পরে চরজব্বর থানা পুলিশকে জানানো হলে পুলিশ তাদের আটক করে।

আটক রোহিঙ্গারা হলো জিগার আলম (২৩), তার স্ত্রী রোকেয়া আক্তার (২২), বদি আলমের স্ত্রী রামিদাসহ (২৯) তাদের সঙ্গে দুই থেকে আট বছর বয়সী পাঁচ শিশু আছে। তারা সবাই হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঢাকা পোস্টকে বলেন, আটক আট রোহিঙ্গাকে ভাসানচর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শনিবার সকালে জনতা বাজার ঘাটে পাঠানো হয়েছে। দুপুর ১২টার দিকে ওই ঘাট থেকে ভাসানচরের উদ্দেশে নৌকা ছেড়ে গেছে।

হাসিব আল আমিন/এনএ