মেহেরপুরের গাংনী উপজেলার ৩৯ জন অসুস্থ ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চিকিৎসা সহায়তা বাবদ চেক বিতরণ করা হয়েছে। চেক বিতরণ করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

সোমবার (১৬ আগস্ট) সকালে উপজেলা আওয়ামী লীগ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। পরিষদ সভাকক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী খানম।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতুসহ  বিভিন্ন পর্যায়ের নেতা।

বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসার ব্যয় হিসেবে আবেদন করলে তাদের এ অর্থ প্রদানে সহযোগিতা করেন স্থানীয় সংসদ সদস্য। অনুষ্ঠানে ৩৯ জন ব্যক্তির মধ্যে নগদ ১৫ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সবাইকে সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তার চেক প্রদান করা হয়।

এমএসআর