সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৭৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৩৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ১৯ শতাংশ। এ সময়ে মারা গেছেন আরও ১৭ জন।

মঙ্গলবার (১৩ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৬৪ জন, সুনামগঞ্জে ২৪, হবিগঞ্জে ৩৭ এবং মৌলভীবাজারে ৩২ জন শনাক্ত হয়েছেন। সব মিলে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৬২৮ জন।
এর মধ্যে সিলেট জেলায় ২৬ হাজার ৭৬৩ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৬৭৫ জন, হবিগঞ্জে ৫ হাজার ৯৩৬ জন এবং মৌলভীবাজারে ৭ হাজার ৮৬ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১১ জনই সিলেট জেলার বাসিন্দা। বিভিন্ন জেলার আরও ৬ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১৯ জন। এর মধ্যে সিলেট জেলার ৬৭০ জন, সুনামগঞ্জের ৬১ জন, হবিগঞ্জের ৪৪ জন এবং মৌলভীবাজারের ৬৯ জন রয়েছেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৭৫ জন।

তুহিন আহমদ/এনএ