লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত দেশের বহুল আলোচিত দহগ্রাম-আঙ্গোরপোতা তিনবিঘা করিডোর গেটে বাংলাদেশি দুই যুবককে মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা করিডোর গেট বন্ধ করে দেয় বিএসএফ।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে ৫১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম ঢাকা পোস্টের কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে গতকাল সোমবার (১৬ আগস্ট) বিকেলে জয়নাল আবেদিন (৩২) ও আল মামুন (৪০) নামের দুই বাংলাদেশি যুবক করিডোর গেট দিয়ে ভুলবশত ভারতের অভ্যন্তরে ঢুকে গেলে তাদের রাইফেল দিয়ে মারধর করেন ভারতীয় ৪৫ বিএসএফ ব্যাটালিয়নের তিনবিঘা ক্যাম্পের সদস্যরা।

এ ঘটনার জের ধরে বিজিবি এবং বিএসএফের পতাকা বৈঠকের কারণে প্রায় দুই ঘণ্টা তিনবিঘা করিডোর গেট দিয়ে চলাচল বন্ধ থাকে।

স্থানীয়রা জানান, তিনবিঘা করিডোরের ভেতরে দুই বাংলাদেশি যুবক ভুলবশত ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় ভারতীয় ৪৫ বিএসএফ ব্যাটালিয়নের তিনবিঘা ক্যাম্পের সদস্যরা ওই দুই যুবককে রাইফেল দিয়ে মারধর করেন।

বিএসএফের নির্যাতনে আহত ওই দুই যুবক স্থানীয় বিজিবির কাছে অভিযোগ করেন। বিজিবির সদস্যরা তাৎক্ষণিক এ ঘটনার প্রতিবাদ করেন। পরে তিনবিঘা গেট সমক্ষে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনবিঘা করিডোর গেট দিয়ে প্রায় দুই ঘণ্টা চলাচল বন্ধ থাকে। পতাকা বৈঠকে বিএসএফের দুজন কোম্পানি কমান্ডার বাংলাদেশিকে মারধরের ঘটনায় বিজিবির কাছে দুঃখ প্রকাশ করেন।

৫১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর আমরা তাৎক্ষণিক প্রতিবাদ করে পতাকা বৈঠকের আহ্বান করেছি। পতাকা বৈঠকে বাংলাদেশি দুই যুবককে মারধরের ঘটনায় বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশসহ এমন ঘটনা আর ভবিষ্যতে ঘটবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

নিয়াজ আহমেদ সিপন/এনএ