সার্ভিস ডেস্ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে কেএমপির পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞা

খুলনা মহানগরীর ৮ থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের পৃথকভাবে সহায়তার জন্য চালু হয়েছে হেল্প ডেস্ক। কেএমপির ৮ থানার মধ্যে খানজাহান আলী এবং সোনাডাঙ্গা থানায় নতুন করে ভবন নির্মাণ করা হচ্ছে। এই চার শ্রেণির মানুষের সেবা প্রদানে নারী পুলিশ সদস্যরা সহায়তা করে থাকেন।

এদিকে, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা খানজাহান আলী থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীবিষয়ক সার্ভিস ডেস্ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দ্রুত নির্মাণকাজ সমাপ্ত করার জন্য নির্দেশনা প্রদান করেন।

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের সেবা প্রদানের জন্য নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এক মাস আগে ভবন নির্মাণকাজ শুরু করা হয়েছে। কাজ শেষ হলে পৃথকভাবে তাদের সেবা প্রদান করা সম্ভব হবে।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ জানান, ভবনে নারী, বয়স্ক, শিশু ও প্রতিবন্ধীদের সেবা প্রদানের হেল্প ডেস্কে একজন এসআই, একজন এএসআই ও তিনজন নারী কনস্টেবল দায়িত্বপালন করছেন। এসব মানুষের সাহায্য সহযোগিতা ও জিজ্ঞাসাবাদ করে সেবা প্রদান করা হয়।

সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমতাজুল হক বলেন, থানায় একটি ভবনে নারীসহ চার শ্রেণির মানুষের সেবা প্রদান করা হয়। তাদের সেবা দিতে আলাদাভাবে কথা বলার প্রয়োজন হয়। এ জন্য নতুন করে হেল্প ডেস্ক ভবন তৈরি করা হচ্ছে। ভবনটি হলে তাদের সেবা প্রদানে সহায়তা হবে।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুর আলম বলেন, আগে থেকেই থানায় এই চার শ্রেণির মানুষের জন্য সহায়তা ডেস্ক আছে। সেখান থেকেই সেবা প্রদান করা হচ্ছে।
 

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জাহাংগীর আলম বলেন, খুলনা মহানগরীর প্রত্যেক থানায় একটি করে হেল্প ডেস্কের মাধ্যমে চার শ্রেণির মানুষের সেবা প্রদান করা হচ্ছে। সেবাগ্রহীতারা সেবা পেয়ে খুশি।

এদিকে, বৃহস্পতিবার কেএমপির পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞা বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী নির্মাণাধীন খানজাহান আলী থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীবিষয়ক সার্ভিস ডেস্ক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম (সেবা), ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) কামরুল ইসলাম প্রমুখ।

এমএসআর