রাজবাড়ীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এখন জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২৯ জন। এছাড়াও জেলায় মোট মৃতের সংখ্যা ৭১ জন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে সাড়ে ৪ টায় রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় ১৫৩ জনের দেহে নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সদর উপজেলায় ১৭ জন, পাংশায় ১ জন, কালুখালী উপজেলায় ১ জন ও বালিয়াকান্দি উপজেলায় ১ জন রয়েছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় ৩৬ হাজার ৯৪৬ জনের নমুনা পরীক্ষায় ১০ হাজার ২৯ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে রাজবাড়ী সদরে ৪ হাজার ৯৬৮ জন,পাংশায় ২ হাজার ৪৭৫ জন, গোয়ালন্দে ১ হাজার ৭৯ জন, কালুখালীতে ৭২৮ জন ও বালিয়াকান্দিতে ৭৭৯ জন রয়েছেন।

ডা. ইব্রাহিম টিটন জানান, এ পর্যন্ত জেলায় ৭১ জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ৮ হাজার ৬১০ জন। জেলায় করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা দুটোই কমেছে।

মীর সামসুজ্জামান/এমএসআর