মানিকগঞ্জ কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পাঁচজন। এদের মধ্যে করোনা পজিটিভ দুইজন ও উপসর্গে তিনজন রয়েছেন। এ সময় জেলায় ৩২৭ নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬০ জন। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৩৪ শতাংশ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জ কোভিড হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, করোনায় আক্রান্ত নতুন ৬০ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ২৬ জন, দৌলতপুরে দুইজন, ঘিওরে তিনজন, শিবালয়ে দশজন এবং সিংগাইরে ১৯ জন রয়েছেন।

জেলায় এ পর্যন্ত ৩৯ হাজার ৬৩১ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬৪৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৯৪ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১২০ জন।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. কাজী একেএম রাসেল বলেন, ২৪ ঘণ্টায় কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পাঁচজন।

সোহেল হোসেন/এমএসআর