চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুর থেকে বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।

সদর হাসপাতালের করোনাবিষয়ক ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, চাঁদপুর দুই দিন ধরে করোনায় মৃত্যু ও শনাক্ত কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দুজনে করোনা ও উপসর্গে মৃত্যুবরণ করেন। সম্প্রতি চাঁদপুরে করোনা আক্রান্ত ও শনাক্তের পাশাপাশি উপসর্গ অনেক কমে এসেছে।

তিনি জানান, মৃতরা হলেন ফরিদগঞ্জের বিষকাটালী এলাকার লেদু মিয়া (৬০) ও চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ মৈশাদী এলাকার আনোয়ারা (৮০)।

সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল্লাহ বলেন, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৮১২ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২১ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১১ হাজার ৫৭৩ জনকে।

একই দিনে ২৬০ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ হাজার ১৮ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৭৬ জন। 

শরীফুল ইসলাম/এনএ