কয়েক দিনে কুমিল্লায় শনাক্তের হার কমলেও বাড়ছে মৃত্যুর হার। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮৮৪ জনে।

এদিকে এক দিনে জেলায় নতুন করে ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত ১৫ দশমিক ১ শতাংশ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে জেলার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

২৪ ঘণ্টায় কুমিল্লায় ১৬৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৩০ জন, আদর্শ সদরের ৫, সদর দক্ষিণের ৩, বুড়িচংয়ের ১৫, ব্রাহ্মণপাড়ার ৯ জন রয়েছেন।

এছাড়া চান্দিনার ২ জন, চৌদ্দগ্রামের ১০, দেবিদ্বারের ২, দাউদকান্দির ৭, লাকসামের ৩১, লালমাইয়ের ৩, নাঙ্গলকোটের ১২,  বরুড়ার ১৯, মনোহরগঞ্জের ৮, মুরাদনগরের ১, মেঘনার ২, তিতাসে ১ ও হোমনায় ৬ জন রয়েছেন।

মৃত ৭ জনের মধ্যে দাউদকান্দিতে ৪ জন, দেবিদ্বার, লাকসাম, চান্দিনায় একজনে করে মারা গেছেন। যার মধ্যে ৬ জন পুরুষ, ১ জন নারী রয়েছেন। কুমিল্লায় সর্বমোট ৩৬  হাজার ৯৩৩ জনের করোনা শনাক্ত হয়।    

সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, গত মাসে কুমিল্লায় শনাক্তের হার ৪৫ শতাংশ ছিল। যা বর্তমানে ১৫ শতাংশে নেমে এসেছে। জেলাজুড়ে টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে। এই পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬ হাজার ৯৫৫ জন।

এমএসআর/এমএসআর