লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী আরজু বেগমকে হত্যাচেষ্টা মামলায় দুই ছেলেসহ স্বামী আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতার অন্যরা হল আনোয়ারের দুই ছেলে ইয়াসিন আরাফাত ও আরিফ হোসেন। তাদের বৃহস্পতিবার দুপুরে উপজেলার চররমিজ ইউনিয়নের আদর্শপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তারা একই গ্রামের বাসিন্দা।

থানা পুলিশ সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে ১৪ আগস্ট আরজু বেগমকে মারধর করে তার স্বামী আনোয়ার। এ সময় আপন দুই ছেলেও তাকে মারধর করে। এতে আরজু বেগমের শরীরের বিভিন্ন স্থানে জখম ও ডান হাত ভেঙে যায়।

বুধবার (১৮ আগস্ট) রাতে আরজু বেগম বাদী হয়ে স্বামী ও দুই ছেলের বিরুদ্ধে রামগতি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ভুক্তভোগীর মামলায় অভিযান চালিয়ে তার স্বামী ও দুই ছেলেকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হাসান মাহমুদ শাকিল/এমএসআর