চাঁদপুরের গৌরিপুর-কচুয়া-হাজীগঞ্জ সড়কে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (২২ আগস্ট) দুপুরে ঘাগড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন কয়েকজন যাত্রী।

তারা হলেন উপজেলার নলুয়া গ্রামের জসিম উদ্দিনের মেয়ে ইসরাত (৭), তোয়াবপুর গ্রামের তোয়াব আলী ছেলে আবুল বাসার (৬০), পিলগিরি গ্রামের ইয়াসিনের স্ত্রী খাদিজা (৩১), কালচোঁ গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মোস্তফা কামাল (৬২), হোমনা থানা লতিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে নাছির উদ্দিন (২০) ও অলি উল্লাহের ছেলে সালাউদ্দিন (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সুরমা পরিবহনের বাসটি ঘাগড়া নামকস্থানে পৌঁছালে বিপরীতমুখী বিআরটিসি বাসটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া ২৫ জন যাত্রীকে উদ্ধার করে।

কচুয়া সুরমা বাস মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম সওদাগর বলেন, বিআরটিসি বাস এই রাস্তায় চলাচলের পর থেকেই আমাদের সুরমা বাস ঘন ঘন দুর্ঘটনায় কবলিত হচ্ছে। বিশেষ করে বিআরটিসি বাসগুলো আমাদের বাসের তুলনায় বড় হওয়ায় বিভিন্ন মোড়ে সাইট দিতে গিয়ে দুর্ঘটনা ঘটছে।

কচুয়া উপজেলা ফায়ার স্টেশন কর্মকর্তা মো. রুবেল মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যাত্রীকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। কোনো যাত্রী নিহত হয়নি।

শরীফুল ইসলাম/এমএসআর